Login Register
প্রাক-প্রারম্ভিক উপহারের সময় শেষ!

ভেবেছিলাম পঞ্চাশজন সদস্য হয়ে গেলেই আমি প্রাক-প্রারম্ভিক স্তর পার করে দেব। আজ দেখি সদস্য পঞ্চান্ন ছাড়িয়ে গেছে! ধন্যবাদ সকল সদস্যদের যারা এই সাইটে যোগদান করেছেন। আজ এই মুহুর্ত থেকে প্রাক-প্রারম্ভিক স্তর ছেড়ে আমরা পাড়ি দিলাম নতুনের দিকে। আর তাই প্রাক-প্রারম্ভিক উপহার আর নতুন সদস্যরা পাবেন না। বরং এবার থেকে সাইটে দিনের প্রথম লগিন করার জন্য ৫ ক্রেডিট দেওয়া হবে প্রত্যেক সদস্যকে। অর্থাৎ আগের দিন লগিন করার ২৪ ঘন্টার পর লগিন করলে এই ক্রেডিট দেওয়া হবে। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি যদি গতকাল সকাল ১১টায় লগিন করে থাকেন, তবে আজ সকাল ১১টার পর (০১ সেকেন্ডের পরে) লগিন করতে হবে। তার আগে হলে কোনো ক্রেডিট পাবেন না।

30th May, 2019 7:58 PM, Last Edit by banglamax on 11th June, 2019 8:04 AM
Comments
#2

তা ঠিক নয়। ওটা বোঝার সুবিধার জন্য। আপনি পরদিন ১১ঃ৫৯ঃ৫৯ এ লগিন করলেই ক্রেডিট পাবেন। কোডিং লজিক অনুযায়ী সেটাই ঘটে (>=24hr).


5th June, 2019 3:35 PM
Pages 1
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)